News

আইআইইউসি’র পহেলা বৈশাখ উদযাপন

বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করেছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করেছে।



 



পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গতকাল ১৪ এপ্রিল অনুষ্ঠানমালার মধ্যে ছিল কুমিরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সকাল সাড়ে নয়টায় বৈশাখী র‌্যালি, সকাল দশটায় বৈশাখী ক্রীড়া প্রতিযোগিতা, বস্তা দৌড়, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, মোরগ লড়াই, বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা এবং শুভেচ্ছা পুরস্কার প্রদান।



এ উপলক্ষে স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা পর্বে প্রধান অতিথি হিাসাবে বক্তব্য রাখেন আইআইইউসি’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রক্টর, সহকারী প্রক্টর এবং হল প্রভোস্টগণ উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখের এই বর্ণাঢ্য আয়োজনে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

Recent News